পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়ার লক্ষ্যে জীবাণু নাশক স্প্রে এবং রোড সুইপিং মেশিনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। গত ২৩ নভেম্বর সোমবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন বাজার মোড়ে মসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ১০টি জীবাণু নাশক স্প্রে এবং রোড সুইপিং মেশিনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে সিটি মেয়র উদ্বোধনী অনুষ্ঠানে নগরকে ময়লা আবর্জনামুক্ত ও মশামুক্ত করার জন্য এবং করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলা করার লক্ষ্যে সকল নগরবাসীকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানিয়ে পথসভায় বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে এ সময় আরও বক্তব্য রাখেন মসিকের ৬নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ হোসেন ডন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা পারভীন, মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এস.কে দেবনাথ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহব্বত হোসেন প্রমূখ।