গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরিপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে মো. শফিকুল ইসলাম মিন্টু (দৈনিক ইত্তেফাক), সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মশিউর রহমান কাউসার (দৈনিক আমাদের সময়) নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে গৌরিপুর প্রেসক্লাবের সভাকক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আরেক গুরুত্বপূর্ণ অর্থ সম্পাদক পদে শামীম খান (দৈনিক র্অথনীতরি কাগজ ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।
এদিকে গৌরিপুর প্রেসক্লাবের নতুন কমিটির সদস্যবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, গৌরিপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, গৌরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক, পেশাজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।